thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

চট্টগ্রামে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

২০১৩ ডিসেম্বর ১৫ ১৫:৩২:১০
চট্টগ্রামে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে হরতাল চলাকালে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন দিয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউল ইসলাম দ্য রিপোর্টকে জানান, চৌমুহনী এলাকায় পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে শিবিরকর্মীরা। পরে পুলিশ ধাওয়া দিলে তারা স্থান ত্যাগ করে। এ ঘটনায় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার শাহ মো. আবদুর রউফ দ্য রিপোর্টকে জানান, রবিবার সকাল ১০টায় পাঁচলাইশ থানার বেবি সুপার মার্কেট এলাকায় যাত্রীবেশে একটি গাড়িতে উঠে আগুন দেয়ার চেষ্টা করে শিবিরকর্মীরা।

তিনি জানান, সকাল সাড়ে ১১টায় শিবিরকর্মীরা মেহেদিবাগ এলাকায়ে একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় একটি গাড়িতে আগুন দেয় তারা। একই সময় মেহেদিবাগ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাঙচুর করে। ওয়ারলেস কলোনি এলাকায়ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে তারা।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/এসবি/হা/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর