thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

গাজীপুরে পেট্রোল বোমায় কিশোর দগ্ধ

২০১৩ ডিসেম্বর ১৫ ১৫:৫৬:৩৮
গাজীপুরে পেট্রোল বোমায় কিশোর দগ্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : গাজীপুরের জয়দেবপুরে পেট্রোল বোমায় এক কিশোর অগ্নিদগ্ধ হয়েছে। জয়দেবপুরে স্টারল কাপ গার্মেন্টসের সামনে রবিবার সকাল দশটায় এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ শিশুর নাম মো. তারেক (১৪)। সে স্টারল কাপ গার্মেন্টসের স্টাফ বাসের হেলপার। তার বাবার নাম শফিকুল ইসলাম।

বাসের চালক আল-আমিন দ্য রিপোর্টকে জানান, রবিবার সকাল ১০টায় বাস ঘুরিয়ে গার্মেন্টেসের ভেতরে প্রবেশ করার সময় হরতালকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাসের হেলপার তারেক দগ্ধ হন। আহতবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ সংকর পাল দ্য রিপোর্টকে জানান, তারেকের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার দুই হাত, বুক ও পেট ঝলসে গেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এসবি/রাসেল/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর