thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

নাশকতাকারীদের ধরতে লাখ টাকার পুরস্কার ঘোষণা

২০১৩ ডিসেম্বর ১৫ ১৬:২৪:০৭
নাশকতাকারীদের ধরতে লাখ টাকার পুরস্কার ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে নাশকতাকারীদের ধরতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে। সোমবার বিভিন্ন জাতীয় দৈনিকে নাশকতাকারীদের ছবি প্রকাশ করে বিজ্ঞপ্তি দেওয়া হবে একথা জানান মিডিয়া এবং পাবলিক রিলেশন উইংয়ের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

তিনি জানান, শুক্রবার জুমার নামাজের পর মতিঝিল এলাকায় জামায়াত- শিবির ব্যাপক তাণ্ডব চালায়। নাশকতাকারীদের ধরার জন্য ডিএমপি চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার জুমা নামাজ পরে রামপুরা, মতিঝিল এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা নাশকতা চালায়। এ সময় তারা ওইসব এলাকায় ২টি বাসে আগুন, ৭-৮টি প্রাইভেটকারে আগুন, ১৫-২০টি মটরসাইকেলে আগুন দেয়। এসব এলাকার দোকানে ব্যাপক ভাঙচুর করে।

(দ্য রিপোর্ট/এএইচএ/নূরু/এসবি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর