thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এরশাদের মুক্তির দাবি জেএসডি’র

২০১৩ ডিসেম্বর ১৫ ১৬:৫৫:০১
এরশাদের মুক্তির দাবি জেএসডি’র

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়াম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তি দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন রবিবার এক বিবৃতিতে এই মুক্তির দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, সরকারপক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিএমএইচ-এ চিকিৎসাধীন আছেন বলে বলা হচ্ছে। অথচ এরশাদ নিজে বলেছেন, তিনি অসুস্থ নন। তাকে আটকে রাখা হয়েছে। সাধারণ মানুষেরও ধারণা নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নে এরশাদকে রাজি করাতে না পেরে সরকার তাকে চিকিৎসার নামে সিএমএইচ এ আটকে রেখেছে।

নেতৃবৃন্দ সরকারকে উদ্দেশ্য করে বলেন, অবিলম্বে হুসেইন মুহম্মদ এরশাদকে মুক্তি দিন এবং তামাশার নির্বাচন বন্ধ করুন।

(দ্য রিপোর্ট/এইউএ/নূরু/এসবি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর