thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

শান্তির দাবিতে ব্যবসায়ীদের সাদাপতাকা কর্মসূচি

২০১৩ ডিসেম্বর ১৫ ১৭:২৮:২৮
শান্তির দাবিতে ব্যবসায়ীদের সাদাপতাকা কর্মসূচি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিজয় দিবসের একদিন আগে শান্তির দাবিতে সাদাপতাকা হাতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দেশের ব্যবসায়ীরা। এফবিসিসিআই ঘোষিত এই কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করেছে পুরান ঢাকার ব্যবসায়ীরা।

কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় পুরান ঢাকার বকশি বাজার, সদরঘাট এলাকার ব্যবসায়ীরা সাদাপতাকা হাতে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠানে সাদা পতাকা উড়ানোর মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচি পালন করেন।

একই সঙ্গে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার আয়োজনে পালন করা হয় পৃথক আরেকটি মানববন্ধন। পরে লঞ্চ মালিক সমিতির উদ্যোগে প্রতিটি লঞ্চে ওড়ানো হয় শান্তির সাদাপতাকা।

পুরান ঢাকার বিভিন্ন ব্যবসায়িক এলাকা ঘুরে দেখা যায়, পাইকারি ব্যবসায়ী থেকে শুরু করে ফুটপথের চা, পান সিগারেটের দোকানেও উড়ছে সাদা পতাকা। একই সঙ্গে রাস্তা চলাচলকারী রিকশা, সিএনজি অটোরিকশা, বাস, টেম্পুতেও টানানো হয়েছে সাদাপতাকা।

এসব এলাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এফবিসিসিআই ঘোষিত কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করতে এবং হরতাল, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে তারা এই কর্মসূচি পালন করছে।

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি শান্তির দাবিতে ওড়ানো হচ্ছে সাদাপতাকা।

সদরঘাট এলাকার হার্ডওয়্যার ব্যবসায়ী হাজী ওহাব মিয়ার সঙ্গে কথা হলে তিনি গণমাধ্যমের উপর ক্ষোভ প্রকাশ করেন। ওহাব মিয়া দ্য রিপোর্টকে বলেন, ‘আজ রাজনৈতিক দলগুলো মিডিয়ার কারণে এতো কিছু করার সুযোগ পাচ্ছে। অবরোধ-হরতাল দিলেই আপনারা তাদের নিউজ করতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু আমরা যে অসহায় অবস্থায় রয়েছি সেগুলো আপনাদের চোখে পড়ে না।’

ওহাব মিয়া আরো বলেন, ‘আপনারা হরতাল-অবরোধ আর দুই দলের সংবাদ প্রচার বাদ দিয়ে দেন। দেখবেন সবাই ঠিক হয়ে গেছে। আমরা তাদের হাতে পায়ে ধরছি শান্তির জন্য। তাদের উচিত ক্ষমতায় আসার জন্য আমাদের হাতে-পায়ে ধরা।’

এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় লঞ্চ মালিক সমিতির মানব বন্ধন প্রসঙ্গে লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী দ্য রিপোর্টকে বলেন, ‘আজকের (রবিবার) কর্মসূচি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়।এটা ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষার কর্মসূচি। আমাদের কর্মসূচিতে সমিতির সকল সদস্য ও তাদের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। কোন মালিক কোন দলের সমর্থক এটা বড় কথা নয়।বর্তমান পরিস্থিতিতে সকল ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা সবাই এই কর্মসূচিতে অংশ নিয়েছি।’

(দ্য রিপোর্ট/এইচআর/নূরু/এপি/এমডি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর