thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ম্যানসিটির কাছে হার আর্সেনালের

২০১৩ ডিসেম্বর ১৫ ১৭:৩০:০৮
ম্যানসিটির কাছে হার আর্সেনালের

দ্য রিপোর্ট ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার সিটি। তারা ৬-৩ গোলে হারিয়েছে আর্সেনালকে।

খেলার ১৪ মিনিটেই সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ৩১ মিনিটে থিও ওয়ালকটের গোলে সমতায় ফিরেছে আর্সেনাল। তবে ৩৯ মিনিটে গোল করে ম্যনসিটিকে আবারো এগিয়ে দিয়েছেন আলভারো নেগ্রেদো।

বিশ্রামের পর ব্যবধান ৩-১ তে উন্নীত করেছেন ম্যানসিটির ফার্নানদিনহো।৬৩ মিনিটে খেলা জমিয়ে দিয়েছেন ওয়ালকট। দ্বিতীয়াবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন আর্সেনালের এই ফুটবলার। দারুণ খেলেও বাকি সময় তা ধরতে রাখতে ব্যর্থ হয়েছে আর্সেনালের ফুটবলাররা।

৮৮ মিনিটে ম্যানসিটির হয়ে আবারও গোল করেছেন ফার্নানদিনহো। জয় না পেলেও আর্সেনালের হয়ে তৃতীয় গোলটি করেছেন পিয়ার মার্টেসেকার। খেলার অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেছেন ইয়াইয়া তোরে। এই গোলের মাধ্যমে ৬-৩ ব্যবধানের বিশাল জয় নিয়েই মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি।

এদিকে এভারটন ৪-১ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। আর ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে নিউক্যাসল ইউনাইটেড ও সাউথহ্যাম্পটন।

(দ্য রিপোর্ট/এমআই/নূরু/সিজি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর