thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

উ. কোরিয়ার নাগরিকদের চীন ত্যাগের নির্দেশ

২০১৩ ডিসেম্বর ১৫ ১৭:৩৪:৩৫
উ. কোরিয়ার নাগরিকদের চীন ত্যাগের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক : ব্যবসা সংক্রান্ত কাজে চীনে অবস্থানকারী নিজ নাগরিকদের দেশে ফেরার আদেশ দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার একটি প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

সম্প্রতি চ্যাং সং-থ্যাককে মৃত্যুদণ্ড দেওয়ার পর কিম জং-উন সরকার এ ঘোষণা দিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। চ্যাং চীন-উত্তর কোরিয়া অর্থনৈতিক মিত্রতার দায়িত্বে ছিলেন।

এর আগে উনের ফুফা চ্যাংয়ের মৃত্যুর পর রবিবার দেশটিতে একটি স্কি রিসোর্ট পরিদর্শনকালে প্রথমবারের মতো জনসম্মুখে আসেন তিনি।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানায়, উত্তর কোরিয়া উত্তর-পূর্ব চীনের সেনইয়াং ও ড্যানডং শহর থেকে ব্যবসা সংক্রান্ত কাজে অবস্থানরত দেশটির নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে।

অন্য একটি সূত্র জানায়, চীন থেকে নিজেদের সকল কর্মকর্তা ও স্টাফদের সরিয়ে আনার পরিকল্পনা করেছে পিয়ংইয়ং।

(দ্য রিপোর্ট/এসকে/নূরু/এমডি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর