thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

দুইটি নতুন অ্যালবাম

২০১৩ ডিসেম্বর ১৫ ১৭:৩৪:৫২
দুইটি নতুন অ্যালবাম

দ্য রিপোর্ট ডেস্ক : ভিন্ন ধরনের দুটি অ্যালবাম বাজারে এসেছে। একটি যাচ্ছেতাই ব্যান্ডদলের ‘বিবর্ণ রঙিন’। এটি প্রকাশ হচ্ছে জি সিরিজ থেকে। আর দ্বিতীয়টি স্বপ্নীল সজীবের অ্যালবাম ‘নীল অতল’। এটি আসছে অগ্নিবীণার ব্যানারে।

যাচ্ছেতাই ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘বিবর্ণ রঙিন’। এতে গান আছে ৯টি। গানের কথা, সুর ও কন্ঠ দিয়েছেন নাফজি,মারুফ, মামুন ও শাহিন।

স্বপ্নীল সজীবের ‘নীল অতল’ অ্যালবামে গান রয়েছে ৮টি। এসরাজের সঙ্গতে এ অ্যালবামে শ্রোতারা পাবেন চেনা কিছু রবীন্দ্র সঙ্গীত।

(দ্য রিপোর্ট/ আইএফ/নূরু/এইচএস/এইচএসএম/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর