thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

১৬ ডিসেম্বর আ.লীগের বিজয় র‌্যালি

২০১৩ ডিসেম্বর ১৫ ১৭:৪৮:২১
১৬ ডিসেম্বর আ.লীগের বিজয় র‌্যালি

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বিজয় র‌্যালি করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি দখলদার বাহিনীর আত্মসমর্পণের সময় বিকেল ৪টা ২০ মিনিটে নেতাকর্মীরা শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে বিজয় র‌্যালি বের হবে।

বিজয় র‌্যালি সফল করতে ইতোমধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ সকল প্রস্ততি সম্পন্ন করেছে।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন দ্য রিপোর্টকে বলেন, মহান বিজয় দিবসের বিজয় র‌্যালি সফল করতে ঢাকা মহানগর আওয়ামী লীগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

এ ছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয় ক্ষণে ৬টা ৪৪ মিনিটে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৬টা ৪০ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন। সকাল ৮টা ৫ মিনিটে বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন, জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল।

(দ্য রিপোর্ট/এইউএ/নূরু/এসবি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর