thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ভোলায় জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আটক

২০১৩ ডিসেম্বর ১৫ ১৮:১৮:৩২
ভোলায় জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আটক

ভোলা সংবাদদাতা : জামায়াতের ডাকা হরতালে রবিবার ভোলার চারটি উপজেলায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এছাড়া চারটি মোটরসাইকেল ও দশটি অটোরিকশা ভাঙচুর করে তারা। এ ঘটনায় ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

ভোলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুজ্জামান দ্য রিপোর্টকে বিয়ষটি নিশ্চিত করে জানান, নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভোলা সদর উপজেলার, ইলিশা, মাদ্রাসা বাজার, বোরহানউদ্দিন উপজেলার বাংলাবাজার, বোরহানউদ্দিন, হাকিমউদ্দিন, তজুমদ্দিন উপজেলা সদর, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী কামাল (৩৫) ও বাবুল (৪০) আহত হন। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ ধাওয়া দিয়ে এ সময় ১৫ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করে।

আটক দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- তজুমদ্দিন উপজেলার জামায়াত সভাপতি মাওলানা অজিউল্ল্যাহ (৪২) ও সোনাপুর ইউনিয়নের শিবির সভাপতি মো. নয়ন মিয়া (৩০)।

(দ্য রিপোর্ট/জেএসবি/নূরু/এমএইচও/এমএআর/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর