thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ইংল্যান্ডের সামনে কঠিন চ্যালেঞ্জ

২০১৩ ডিসেম্বর ১৫ ১৮:১৮:৫৫
ইংল্যান্ডের সামনে কঠিন চ্যালেঞ্জ

দ্য রিপোর্ট ডেস্ক : তৃতীয় দিনে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ২৫১ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড। আর দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে অস্ট্রেলিয়া। ৩৬৯ রানে এগিয়ে রয়েছে ক্লার্কের দল।

ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হেনেছেন রায়ান হ্যারিস। দলীয় ১৯০ রানে ইয়ান বেলকে(১৫) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি। ঠিক ৩ ওভার পরই জনসন স্টোকেসকে ফিরিয়ে দিলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। পরে আর ধাক্কা সামলে ম্যাচে ফিরতে পারেনি ইংলিশরা। পরের ৫৩ রান তুলতেই বাকি ৪ উইকেট হারিয়েছে তারা।এর মধ্যে টিম ব্রেসনেনের ২১ এবং গ্রায়েম সোয়ান অপরাজিত ১৯ রান করেছেন। পিটার সিডলের বলে জেমস অ্যান্ডারসন শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলে ২৫১ রানে থেমেছে ইংল্যান্ডের ইনিংস।

হ্যারিস ও সিডল ৩টি করে উইকেট নিয়েছেন। পুরো সিরিজে বল হাতে দারুণ পারফর্ম করা মিচেল জনসন পেয়েছেন ২ উইকেট।

১৩৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটাও দারুণ করেছে স্বাগতিকরা। ১৫৭ রানের ওপেনিং জুটি ভেঙেছে ক্রিস রজার্সের(৫৪) বিদায়ের মধ্যে দিয়ে। তাকে সাজঘরে ফিরিয়েছেন ব্রেসনেন। আর অপর প্রান্তে ব্যাট হাতে ইংলিশ বোলারদের শাসন করতে থাকা ডেভিড ওয়ার্নারকে থামিয়েছেন গ্রায়েম সোয়ান। এর আগে ১১২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি।

অধিনায়ক মাইকেল ক্লার্ককে ২৩ রানে আউট করেছেন স্টোকেস। ব্রেসনেন, সোয়ান ও স্টোকেস নিয়েছেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ২৩৫/৩(রজার্স ৫৪, ওয়ার্নার ১১২, ওয়াটসন ২৯*;ব্রেসনেন ৪৯/১);প্রথম ইনিংস : ৩৮৫

ইংল্যান্ড প্রথম ইনিংস : ২৫১(কুক ৭২, কারবেরি ৪৩; হ্যারিস ৪৮/৩, সিডল ৩৬/৩)

(দ্য রিপোর্ট/এমআই/নূরু/সিজি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর