thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ঢাবিতে মোকারম হোসেন স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

২০১৩ ডিসেম্বর ১৫ ১৮:২১:২৯
ঢাবিতে মোকারম হোসেন স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

ঢাবি প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের উদ্যোগে ‘২৭তম মোকাররম হোসেন খোন্দকার স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খোন্দকার বিজ্ঞান ভবন মিলনায়তনে রবিবার দুপুরে এ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক ও খ্যাতিমান বিজ্ঞানী ও গবেষক মোকাররম হোসেন খোন্দকার স্মরণে প্রতি বছর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্মারক বক্তৃতা প্রদান করেন জাপানের ইউকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাশাউশি ওতানবি। স্বাগত বক্তব্য দেন রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. এত্মিনা আহমেদ।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অধ্যাপক ড. মোকাররম হোসেন খোন্দকারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি ছিলেন সৎ, উদার, দেশপ্রেমিক, আদর্শ শিক্ষক ও গবেষক। বিজ্ঞান শিক্ষা ও গবেষণা এবং মানবতার কল্যাণে তিনি সর্বক্ষণিক কাজ করে গেছেন। একজন কৃতী শিক্ষক ও গবেষক হিসাবে তিনি দেশে ও বিদেশে অনন্য সফলতার স্বাক্ষর রেখেছেন।

উপাচার্য বলেন, মোকাররম হোসেন খোন্দকারের বর্ণাঢ্য জীবন ও কর্ম বাংলাদেশের গবেষকদের জন্য চিরদিন অনুপ্রেরণা যোগাবে।

(দ্য রিপোর্ট/জেএইচ/নূরু/এমএইচও/এমডি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর