thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

বিক্রেতা শূন্য ১৩ কোম্পানি

২০১৩ ডিসেম্বর ১৫ ১৮:২৩:৪০
বিক্রেতা শূন্য ১৩ কোম্পানি

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) রবিবার বিক্রেতাশূন্য হয়ে পড়ে ১৩ কোম্পানির শেয়ার। এর মধ্যে অনুৎপাদনশীল ও স্বল্প মূলধনী কোম্পানির সংখ্যাই বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে সূচক এবং টাকার পরিমাণে লেনদেন কমলেও বিক্রেতাশূন্য হয়ে পড়ে মাইডাস ফাইন্যান্স, রহিমা ফুড, আনোয়ার গ্যালভানাইজিং, বিচ হ্যাচারি, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং, কাসেম ড্রাইসেলস, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, সাভার রিফ্রাক্টরিজ, লিগাসি ফুটওয়্যার, ডেল্টা স্পিনার্স, ইসলামী ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস কোম্পানির শেয়ার।

মাইডাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বা ৩.২ টাকা বেড়ে ৩৫.১ টাকায়, রহিমা ফুডের ৯.৯৮ শতাংশ বা ৭.৬ টাকা বেড়ে ৮৩.৭ টাকায়, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯.৮৬ শতাংশ বা ২.৯ টাকা বেড়ে ৩২.৩ টাকায়, বিচ হ্যাচারির ৯.৮৩ শতাংশ বা ২.৯ টাকা বেড়ে ৩২.৪ টাকায়, নর্দার্ন জুটের ৯.৮১ শতাংশ বা ৪.১ টাকা বেড়ে ৪৫.৯ টাকায়, কাসেম ড্রাইসেলসের ৯.৭৬ শতাংশ বা ৩.৭ টাকা বেড়ে ৪১.৫ টাকায়, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৭০ শতাংশ বা ২.৬ টাকা বেড়ে ২৯.৩ টাকায়, ফাইন ফুডসের ৯.৫৮ শতাংশ বা ২.৩ টাকা বেড়ে ২৬.৩ টাকায়, সাভার রিফ্রাক্টরিজের ৯.৫০ শতাংশ বা ৫.৯ টাকা বেড়ে ৬৪.৪ টাকায়, লিগাসি ফুটওয়্যারের ৯.৪৬ শতাংশ বা ৪ টাকা বেড়ে ৪৬.৩ টাকায়, ডেল্টা স্পিনার্সের ৯.৩৮ শতাংশ বা ৩.৮ টাকা বেড়ে ৪৪.৩ টাকায়, ইসলামী ইন্স্যুরেন্সের ৮.৩১ শতাংশ বা ২.৯ টাকা বেড়ে ৩৬.৬ টাকায়, জেএমআই সিরিঞ্জের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮.১২ শতাংশ বা ১৬.৬ টাকা বেড়ে ২২২.১ টাকায় লেনদেন হয়।

শেয়ার বিক্রেতাশূন্য হয়ে পড়া কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের উৎপাদন বন্ধ রয়েছে। এছাড়া বাকি কোম্পানিগুলোর মধ্যে অধিকাংশই স্বল্প মূলধনী।

(দ্য রিপোর্টি/এইচকে/নূরু/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর