thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

এরশাদের মুক্তির দাবিতে জাতীয় পার্টির সমাবেশ

২০১৩ ডিসেম্বর ১৫ ১৮:৩৪:১৯
এরশাদের মুক্তির দাবিতে জাতীয় পার্টির সমাবেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : এরশাদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মহানগর জাতীয় পার্টি। রবিবার সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা এরশাদকে আটকের তীব্র নিন্দা জানিয়ে বলেন, পৃথিবীর কোনো সভ্য দেশে নজির নেই রাতের অন্ধকারে শীর্ষ রাজনৈতিক ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে তুলে নিয়ে যাওয়ার। সরকার তাকে অসুস্থের নাম করে আটকে রেখে জাতীয় পার্টির নেতাকর্মীসহ দেশের ১৬ কোটি মানুষকে বোকা বানানোর অপচেষ্টা করছে। এরশাদের নির্বাচন বর্জনের ঘোষণাকে দেশবাসীসহ পার্টির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সাধুবাদ জানিয়েছে।

বক্তারা বলেন, আজ এরশাদের সঙ্গে শুধু জাতীয় পার্টিই নয় সারাদেশ আছে। সরকার আজ একা। অর্ধেকের বেশি আসনে সরকার দলীয়রা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন যা হাস্যকর।

বক্তারা অবিলম্বে এরশাদের মুক্তি দাবি করে বলেন, এরশাদকে মুক্তি দিন নতুবা এর জন্য আপনাদের চরম খেসারত দিতে হবে।

জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম ঠান্ডু, ইসহাক ভুইয়া, মহানগর নেতা আকবর আলী, সৈয়দ এসএ মাসুম, সারফুদ্দিন সিপু, আক্তার দেওয়ান, আবুল কালাম আজাদ, সোবহান মিয়া, ইব্রাহীম আজাদ, শেখ নবু, নাজিম আহমেদ চিশতী, কাওসার আহমেদ, মীর হোসেন বাবুল, মাহবুবুর রহমান খসরু, জাহাঙ্গীর হোসেন, হিরু বাবুল প্রমুখ।

তবে প্রতিবাদ সমাবেশে জাতীয় পার্টি ঢাকা মহানগর ও কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের সমাবেশে দেখা যায় নি।

(দ্য রিপোর্ট/ সাআ/নূরু/এমডি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর