thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

আশুলিয়ায় ছিনতাইকারীদের হাতে অটোচালক নিহত

২০১৩ ডিসেম্বর ১৫ ১৯:২৪:৫৭
আশুলিয়ায় ছিনতাইকারীদের হাতে অটোচালক নিহত

আশুলিয়া সংবাদদাতা : আশুলিয়ার জিরাবো বিশমাইল এলাকার মর্নিং গ্লোরি স্কুলের সামনে রবিবার সকালে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

নিহত বিনোদ আলী ঢাকার ধামরাই উপজেলার কেলিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

জানা যায়, বিনোদ আলী রবিবার সকালে ধামরাই হতে কাঠগড়ায় যাচ্ছিলেন। এ সময় চারজনের একটি ছিনতাইকারী দল তার পথরোধ করে। ছিনতাইকারীরা নগদ টাকাসহ তার অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। বিনোদ আলী বাধা দিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিনোদ আলীর চাচাত ভাই কাশেম আলী জানান, বিনোদ আলী অটোরিকশা চালানোর পাশাপাশি মৌসুমি কসাই হিসেবেও কাজ করতো। ওইদিন আশুলিয়ার কলমা এলাকায় এক বিয়ে বাড়িতে দুই সহযোগীসহ গরু কাটতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ বদরুল আলম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া এ ঘটনায় সাদ্দাম হোসেন (১৮) ও ফজলু ( ৪০) নামে দুজন আহত হন।

(দ্য রিপোর্ট/এমএইচএস/নূরু/এপি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর