thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

পোশাক খাতে ইডিএফ সুদ কমাল বাংলাদেশ ব্যাংকে

২০১৩ ডিসেম্বর ১৫ ১৯:২৭:৩৫
পোশাক খাতে ইডিএফ সুদ কমাল বাংলাদেশ ব্যাংকে

আমজাদ হোসেন, দ্য রিপোর্ট : তৈরি পোশাক খাতের সকল প্রতিষ্ঠানের জন্য রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুদের হার ১ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রবিবার দুপুরে এফবিসিসিআই, বিজিএমই, বিকেএমই ও বিটিএমই এর নেতদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বিজিএমইর সভাপতি আতিকুল ইসলাম বলেন, তৈরি পোশাক খাত অসুস্থ রাজনীতির শিকার। এর ফলে প্রায় ডুবতে বসেছে সম্ভবনাময় এই খাত। এই খাতের ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা আর্থিক প্রণোদনা চেয়েছি। এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক রফতানি উন্নয়ন তহবিলের(ইডিএফ) সুদের হার ১ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ব্লক অ্যাকউন্টের ব্যাপারে কেস টু কেস ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর সুপারিশের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিবে কেন্দ্রীয় ব্যাংক।

এফবিসিসিআই-র সভাপতি কাজী আকরাম উদ্দিন বলেন, বিজিএমইয়ের ডাকে সাড়া দিয়ে আমরা বৈঠকে এসেছি। তবে ব্যাংকার্সের সংগঠন এবিবি প্রতিনিধি কর্পোরেট ট্যাক্স ৪২ দশমিক ৫ শতাংশ থেকে ৪০ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছে।

বৈঠকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরি বলেন, পোশাক খাতের প্রতিনিধিরা আমাদের কাছে আর্থিক প্রণোদনা চেয়েছে। এই পরিপ্রেক্ষিতে ইডিএফ সুদের হার কমানোর সুপারিশ করেছি। আর কর্পোরেট ট্যাক্স কমাতে আমরা খুব শিগগিরই এনবিআরে সঙ্গে বৈঠক করবো।

(দ্য রিপোর্ট/ এএইচ/ এমডি/ ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর