thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

গাজীপুরে যৌন হয়রানির দায়ে ২ জনের দণ্ড

২০১৩ ডিসেম্বর ১৫ ১৯:৩০:৩৬
গাজীপুরে যৌন হয়রানির দায়ে ২ জনের দণ্ড

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কাপাসিয়ায় রবিবার সন্ধ্যায় যৌন হয়রানির দায়ে দুইজনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের মিডালু গ্রামের আ. রউফের ছেলে মনির হোসেন (২১) ও কাপাসিয়ার পাবুর গ্রামের ছেলে আনিস (২৪)।

জানা যায়, রবিবার বিকেল ৪টার দিকে পাবুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রী বাড়িতে ফেরার পথে দুই বখাটে তাকে উত্যক্ত করে। এ সময় ছাত্রীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে দুই জনকে আটক করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান খান বখাটে দুইজনকে আটক করে নিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ১ বছর করে কারাদণ্ড দেয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও মো. আলাউদ্দিন আলী।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এমএইচও/এমডি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর