thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

শাহ আমানতে ছয় কোটি ভারতীয় রূপিসহ আটক ১

২০১৩ ডিসেম্বর ১৫ ১৯:৪৭:০৯
শাহ আমানতে ছয় কোটি ভারতীয় রূপিসহ আটক ১

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রবিবার সন্ধ্যা ৬টায় ছয় কোটি রূপিসহ হাফিজুর রহমানকে (৩২) আটক করা হয়েছে।

বিমান বন্দরের শুল্ক গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মানিক নওশাদ মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওমান এয়ারলাইন্সের একটি বিমানে করে হাফিজুর রহমান চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করেন। গতিবিধি সন্দেহ হওয়ায় তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করতে দেওয়া হয়। এ সময় ছয় কোটি টাকার ভারতীয় রূপি উদ্ধার করা হয়।

আটক হাফিজুর রহমানের বাড়ি কক্সবাজার জেলায়। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর