thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

শ্যামল দত্তের মায়ের মৃত্যু

২০১৩ ডিসেম্বর ১৫ ২০:২৩:৩৮
শ্যামল দত্তের মায়ের মৃত্যু

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের মা রাণী প্রভা দত্ত পরলোকগমন করেছেন। রবিবার সকাল ৬টায় তিনি মারা যান।

ভোরের কাগজ চট্টগ্রাম ব্যুরোতে কর্মরত সাংবাদিক স্বরূপ ভট্টাচার্য্য তার মৃত্যুর খবর দ্যা রিপোর্টকে নিশ্চিত করেছেন।

সাতকানিয়া উপজেলার আমিলাইষ গ্রামের প্রয়াত সমাজসেবক বিমলেন্দু দত্তের স্ত্রী রাণী প্রভা দত্ত দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

মৃত্যুকালে রাণী প্রভা দত্ত এক ছেলে ও তার স্ত্রী এবং এক মেয়ে, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ রাতে নগরীর বলুয়ার দিঘীর পাড়ে অভয়মিত্র মহাশ্মশানে দাহ করা হয়।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএআর/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর