thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মুন্সীগঞ্জে বিএনপির ৪০ নেতাকর্মীর জামিন

২০১৩ ডিসেম্বর ১৫ ২০:৪৩:৫১
মুন্সীগঞ্জে বিএনপির ৪০ নেতাকর্মীর জামিন

মুন্সীগঞ্জ সংবাদদাতা : জেলা ছাত্রদলের সভাপতি ও ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ৪০ নেতাকর্মী জামিন পেয়েছেন। তৃতীয় দফা অবরোধে পৃথক তিনটি নাশকতার ঘটনায় জেলার গজারিয়া ও সিরাজদীখান থানায় দায়ের করা পৃথক তিনটি মামলায় রবিবার বিকেলে তাদের জামিন দেওয়া হয়।

গজারিয়া থানার পৃথক দুটি মামলায় ৫ নম্বর আমলী আদালতে জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জসিম, গজারিয়া যুবদলের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মনাসহ ৩১ নেতাকর্মীর জামিন দেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, সিরাজদীখান থানার একটি মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কেয়াইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আওলাদসহ বিএনপির নয় নেতাকর্মী জামিন পান।

তৃতীয় দফায় লাগাতার অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ায় ও ঢাকা-মাওয়া মহাসড়কে সিরাজদীখানে পৃথক নাশকতার অভিযোগে ওই মামলা তিনটি করা হয়।

(দ্য রিপোর্ট/এমএএস/এমএআর/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর