thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

প্রতিরক্ষা অঞ্চলের সমালোচনা করায় জাপানকে চীনের নিন্দা

২০১৩ ডিসেম্বর ১৫ ২০:৪৮:৪৩
প্রতিরক্ষা অঞ্চলের সমালোচনা করায় জাপানকে চীনের নিন্দা

দ্য রিপোর্ট ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে চীনের ঘোষিত প্রতিরক্ষা অঞ্চলের সমালোচনা করায় এর নিন্দা জানিয়েছে দেশটি। আবের উদ্ধৃতিকে ‘বিদ্বেষপূর্ণ অপবাদ’ উল্লেখ করে এটা প্রতিবেশী দেশ দুটোকে যুদ্ধ পরিস্থিতির দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছে চীন। খবর আলজাজিরার।

গত শনিবার এক সংবাদ সম্মেলনে পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে সম্প্রতি চীনের বিমান প্রতিরক্ষা অঞ্চল ঘোষণার সমালোচনা করেন শিনজো আবে। এ ঘোষণাকে তিনি সমুদ্রের ওপর দিয়ে বিমান চলাচলের স্বাধীনতার ওপর অযাচিত হস্তক্ষেপ বলে মন্তব্য করেন। এ সময় এ ঘোষণা প্রত্যাহার করতে বেইজিংয়ের প্রতি আহ্বানও জানান তিনি।

জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া চীনা কার্যক্রমের নিন্দা জানালেও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন।

রাষ্ট্রীয় ওয়েবসাইটে রবিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘একটি আন্তর্জাতিক উপলক্ষকে ব্যবহার করে জাপানি নেতার চীনের ওপর দেওয়া বিদ্বেষপূর্ণ অপবাদে আমরা গভীর অসন্তুষ্টি ব্যক্ত করছি।’

হং বলেন, ‘দাইয়ূস স্বাভাবিকভাবেই চীনা অঞ্চল। এর মালিকানার ব্যাপারে জাপানের দাবি অবৈধ ও বাতিলযোগ্য।’ চীন-জাপান বিরোধপূর্ণ দ্বীপগুলো চীনাদের কাছে দাইয়ূস ও জাপানিদের কাছে সেনকাকু নামে পরিচিত।

এ সময় প্রতিরক্ষা অঞ্চলটি আন্তর্জাতিক আইন মেনেই করা হয়েছে এবং তা আকাশে ওড়ার স্বাধীনতায় প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘চীন নিজেদের পক্ষ থেকে সার্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক অখণ্ডতার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

তিনি আরো বলেন, ‘জাপানের এ প্রচেষ্টা ধারণাটির সঙ্গে ধোঁকাবাজি ও বিশ্বকে ভুল নির্দেশনা দেওয়ার একটি অপচেষ্টা।’

(দ্য রিপোর্ট/এসকে/এমডি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর