thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

নারায়ণগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ১৫ ২১:০০:৩৩
নারায়ণগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সংবাদদাতা : জেলায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশ। ওই ঘটনায় রবিবার বিকেলে নিহতের শ্বশুর, শাশুড়ি ও দেবরের স্ত্রীকে আটক করেছে পুলিশ।

বন্দর থানার ওসি আক্তারুজ্জামান জানান, উত্তর নোয়াদ্দা এলাকার রাব্বানী সুখানীর ছেলে সোহেল মিয়া দেড় বছর আগে সিঙ্গাপুরে যান। বিদেশ যাওয়ার ছয় মাস আগে ঢাকার যাত্রাবাড়ীর মোজাম্মেল হকের মেয়ে ইভা আক্তারকে বিয়ে করেন। বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সঙ্গে ইভার মতবিরোধ ও কলহ চলছিল। রবিবার সকালে শাশুড়ি নুরজাহানের সঙ্গে তার ঝগড়া হয়। সকাল ১১টায় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ইভার ঝুলন্ত লাশ দেখতে পায়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ইভার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আক্তারুজ্জামান আরো জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর রাব্বানী, শাশুড়ি নূরজাহান ও দেবরের স্ত্রী নার্গিসকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এআর/এমএআর/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর