thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

চট্টগ্রামে শিল্প মালিকদের মানববন্ধন

২০১৩ ডিসেম্বর ১৫ ২১:৩১:৫০
চট্টগ্রামে শিল্প মালিকদের মানববন্ধন

চট্টগ্রাম সংবাদদাতা : হরতাল নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে শিল্প মালিকরা সাদা পতাকা মিছিল এবং মানববন্ধন করেছে।

চেম্বার হাউজের সামনে রবিবার সকাল ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত মানববন্ধন করে ব্যবসায়ীরা। এর আগে সাদা পতাকা হাতে মৌন মিছিল করেন তারা।

চেম্বার সভাপতি মোরশেদ খানের নেতৃত্বে এই কর্মসূচিতে প্রায় দুই শতাধিক ব্যবসায়ী অংশ নেন।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে চেম্বার সভাপতি বলেন, দেশের বড় দুই দলের নেতারা দেশের কথা ভাবছেন না। একের পর এক হরতাল-অবরোধ ও সহিংসতায় দেশের শিল্প-কারখানাগুলো বন্ধের পথে। এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। তিনি অবিলম্বে এই তামাশা বন্ধের দাবি জানান।

এ সময় অন্যান্য ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন-এফবিসিসিআই পরিচালক এম. এ. ছালাম, বিজিএমইএ’র ভারপ্রাপ্ত প্রথম সহ-সভাপতি আবদুল ওহাব ও সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন চেম্বারের নবনির্বাচিত সহ-সভাপতি আনিস এ খান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল এসোসিয়েশন’র সভাপতি এ এইচ এম হাকীম আলী, খাতুনগঞ্জ ট্রেড অ্যন্ড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমেদ, বিকেএমইএ’র সাবেক পরিচালক শওকত ওসমান, ওম্যান চেম্বারের সহ-সভাপতি আইভি হাসান, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ছগীর, সিএন্ডএফ’র যুগ্ম-সচিব কাজী মাহমুদ ইমাম বিলু ও চিটাগাং জিলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন চেম্বার পরিচালকবৃন্দ মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, এম. এ. মোতালেব, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), কামাল মোস্তফা চৌধুরী, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মো. জহুরুল আলম ও আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম।

উল্লেখ্য, বিজিএমইএ’র হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে এই কর্মসূচি ঘোষণা করে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/এমডি/ডিসেম্বর ১৫ ডিসেম্বর, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর