thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

শাবিপ্রবি’র অফিস সহকারীকে কুপিয়ে আহত

২০১৩ ডিসেম্বর ১৫ ২১:৩২:৫০
শাবিপ্রবি’র অফিস সহকারীকে কুপিয়ে আহত

সিলেট অফিস : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের অফিস সহকারী আবদুর রবকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

বিশ্ববিদ্যালয় স্কুল ফটকের সামনে রবিবার রাত সোয়া ৭টায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের সহকারী প্রক্টর নিলয় চন্দ্র সরকার দ্য রিপোর্টকে জানান, আহত শাবিপ্রবি’র অফিস সহকারী আবদুর রবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ওপর কারা হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৭টায় আবদুর রব হেঁটে স্কুল ফটকের সামনে আসা মাত্র ৭/৮ জন দুর্বৃত্ত তাকে হামলা করে। এ সময় দুর্বৃত্তরা তাকে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/এমডি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর