thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রাজশাহীতে অটোরিকশা চালক খুন

২০১৩ ডিসেম্বর ১৫ ২১:৩৬:৪৯
রাজশাহীতে অটোরিকশা চালক খুন

রাজশাহী সংবাদদাতা : রাজশাহী মহানগরীর একটি পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আলীগঞ্জ এলাকার পুকুর থেকে রবিবার সন্ধ্যায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম বুলবুল (২৮)। সে মহানগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকার লোকমান আলীর ছেলে।

রাজশাহী রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রেজাউল ইসলাম দ্য রিপোর্টকে জানান, নিহতের শরীরে ৬-৭ স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ও মাথায় গুরুতর জখমের আঘাত রয়েছে। ছিনতাইকারীরা বুলবুলকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বুলবুল আর ফিরে আসেনি। পরে অনেক খোঁজ করেও তার সন্ধান মেলেনি। রবিবার সন্ধ্যায় বুলবুলের লাশ আলীগঞ্জ এলাকার পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএইচও/এমডি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর