thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৩ ডিসেম্বর ১৫ ২১:৩৯:৫৪
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোর সংবাদদাতা : নাটোরে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী হিউম্যান হলারের দুই যাত্রী নিহত ও অপর সাত যাত্রী আহত হয়েছেন।

নাটোর-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার ডাকমারা গোরস্তান এলাকায় রবিবার রাত সোয়া ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাটোর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত জানান, মৃতদের এখনো পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত সোয়া ৯ টায় নাটোর থেকে যাত্রীবাহী একটি হিউম্যান হলার রাজশাহী যাচ্ছিল। হলারটি নাটোর-রাজশাহী মহাসড়কের ডাকমারা গোরস্তান এলাকায় পৌঁছালে পেছন থেকে রাজশাহীমুখী একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হিউম্যান হলারের ২ যাত্রী মারা যান ও আহত হয় অপর ৭ যাত্রী।

ফায়ার ব্রিগেড কর্মীরা আহতদের উদ্ধার করে ৩ জনকে নাটোর সদর হাসপাতালে ও বাকি ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর