thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

ঝিনাইদহে জামায়াত-পুলিশ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

২০১৩ ডিসেম্বর ১৫ ২১:৫৪:১২
ঝিনাইদহে জামায়াত-পুলিশ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ঝিনাইদহ সংবাদদাতা : জেলার কালীগঞ্জ উপজেলার খয়েরতলায় রবিবার জামায়াত-পুলিশ সংঘর্ষ হয়। সকাল ১১টার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা করে হরতাল সমর্থকরা। এ সময় তারা আতঙ্ক সৃষ্টি করতে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়।

কালীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হরতাল সমর্থকদের ধাওয়া করে । তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির উদ্দিন মোল্লা দ্য রিপোর্টকে জানান, মহাসড়ক অবরোধের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে হরতাল সমর্থকরা। এক পর্যায়ে পুলিশ ৬ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।

এদিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এছাড়া হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঝিনাইদহ শহর শাখা।

শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রবিবার বিকেল ৩ টায় মিছিলটি শুরু হয়ে পানি উন্নয়ন বোর্ডের সামনে গিয়ে শেষ হয়।

(দ্য রিপোর্ট/টিএম/এমএইচও/এমএআর/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর