thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আমার স্যান্ডউইচ চাই…

২০১৩ ডিসেম্বর ১৫ ২১:৫৪:৫৯
আমার স্যান্ডউইচ চাই…

দ্য রিপোর্ট ডেস্ক : যত সময় লাগুক, আমার স্যান্ডউইচ চাই- এক ভোজন রসিক ফ্লাইট ক্যাপ্টেনের এমন দাবির পরিপ্রেক্ষিতে আড়াই ঘণ্টা পরে ছাড়ল বিমান! পাকিস্তানের লাহোরে আল্লামা ইকবাল বিমানবন্দরে এ ঘটনা ঘটিয়েছেন ফ্লাইট ক্যাপ্টেন নওশাদ। খবর এনডিটিভির।

নিউ ইয়র্কগামী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিমান নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পরে ছেড়ে যায়। শনিবার স্থানীয় সময় পৌনে সাতটায় পিকে-৭১১ বিমানটির ম্যানচেস্টার হয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রার কথা ছিল।

ক্যাটারিং বিভাগ থেকে দুপুরের খবারসহ বাদাম, চিপস ও বিস্কিট সরবরাহ করা হয়। কিন্তু নওশাদ তাকে স্যান্ডউইচ দিতে বলেন। ক্যাটারিং বিভাগ থেকে জানানো হয়, খাবারের মেন্যুতে স্যান্ডউইচ নেই। তাই এটা সরবরাহ করা সম্ভব নয়। এটা আনতে হলে ফাইভ স্টার হোটেলে অর্ডার দিতে হবে। যা আসতে কমপক্ষে দুই ঘণ্টা সময় লাগবে।

এ কথা শোনার পরও অনড় নওশাদ। যত সময়ই লাগুক তার স্যান্ডউইচ চাই।

নওশাদের একগুঁয়েমিতায় বিরক্ত হয়ে পিআইএ’র করাচির হেডঅফিসে ফোন করে ক্যাটারিং বিভাগ। কিন্তু, সবাইকে অবাক করে নওশাদের একগুঁয়েমিতা মেনে নেয় হেডঅফিস! তারা ক্যাটারিং বিভাগকে নওশাদের চাহিদা পূরণের নির্দেশ দেয়।

স্যান্ডউইচ আনার পর সকাল সোয়া নয়টায় বিমানটি যাত্রা করে।

প্রসঙ্গত, এর আগে এয়ারলাইন্সটির খাবারের মেন্যুতে স্যান্ডউইচ ছিল। কিন্তু গত ২৫ নভেম্বর কোম্পানিটি খরচ কমাতে খাবারের তালিকা থেকে স্যান্ডউইচ বাদ দেয়।

এ ব্যাপারে পিআইএ’র সঙ্গে যোগাযোগ করা হলে কোম্পাইনটির মুখপাত্র মাশহুদ তাজওয়ার জানান, আন্তর্জাতিক ফ্লাইটে দেরি হওয়ার কারণ জানতে চেয়ে কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে। এ বিষয়ে তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এসকে/এমডি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর