thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

২০১৩ ডিসেম্বর ১৫ ২২:০৯:০৫
ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

মৌলভীবাজার সংবাদদাতা : জেলার বিশেষ শাখার (ডিএসবি) কনস্টেবলের উপর হামলা ও শারীরিক নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের নামে মামলা দায়ের করেছেন আহত কনস্টেবল শামছুল ইসলাম।

রাজনগর থানায় তিনি বাদী হয়ে ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিন, উজ্জল মিয়া, শাহজাহান মিয়া, রাজু মিয়া, লিমন চৌধুরীসহ সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং-১৪।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) মো. কামরুল হাসান দ্য রিপোর্টকে মামলার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তের পর প্রকৃত দোষীদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হবে।

রাজনগর উপজেলা আওয়ামী লীগ অফিসে শুক্রবার বিকেলে অগ্নিসংযোগের প্রতিবাদে উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করে। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা জামায়াত-শিবির নিয়ন্ত্রিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় সাদা পোশাকে দায়িত্ব পালনরত ডিএসপির কনস্টেবল শামছুল ইসলামকে পিটিয়ে আহত করে তারা।

(দ্য রিপোর্ট/টিএফ/এমএইচও/এমএআর/ডিসেম্বর ১৫, ২০১৩)

তমাল ফেরদৌস, মৌলভীবাজার :

মোবাইল : ০১৬৮২১৮৭৭২২, ০১৭৩১৭৭৩০৮৭

ডিসেম্বর ১৫, ২০১৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর