thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দৈনিক সংগ্রাম অফিসে বোমা হামলা

২০১৩ ডিসেম্বর ১৫ ২৩:৫৭:২২
দৈনিক সংগ্রাম অফিসে বোমা হামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানী মগবাজারে অবস্থিত দৈনিক সংগ্রামের অফিসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

৮-১০টি মোটরসাইকেলে এসে রবিবার রাত সোয়া ১১টার দিকে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে দু’টি গেটের বাইরে ও দু’টি কাগজের গোডাউনে পড়লে আগুন ধরে যায়। পরে অফিসের কর্মচারী ও স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি তাজা ককটের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সংগ্রাম অফিস সূত্র জানায়, পত্রিকা অফিস লক্ষ্য করে ১৫-২০টি পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পত্রিকার গোডাউনে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা এবং অফিসের কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে রমনা থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও ককটেল বিস্ফোরণের কিছু আলামত পাওয়া গেছে। পেট্রোলের মধ্যে পুরনো কাপড় চুবিয়ে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনইউডি/এএস/এনডিএস/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর