thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

সাতক্ষীরায় পুলিশের গুলিতে জামায়াতকর্মী নিহত

২০১৩ ডিসেম্বর ১৬ ০৭:২০:২০
সাতক্ষীরায় পুলিশের গুলিতে জামায়াতকর্মী নিহত

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় পুলিশের গুলিতে জাহাঙ্গীর আলম নামের এক জামায়াতকর্মী (৩৫) নিহত হয়েছেন। জাহাঙ্গীর সদর উপজেলার সাতানী গ্রামের আহাদ আলীর ছেলে। সোমবার রাত ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি সাতানী এলাকায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী দ্য রিপোর্ট জানান, তারা রাতে ওই এলাকায় আসামি ধরতে গেলে জামায়াত-শিবির সংঘবদ্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি, পেট্রোল বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা তাদের জানা নেই বলে দাবি করেন।

সাতক্ষীরা জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান জানান, পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যরা সোমবার রাত ৩টায় আগরদাড়ি এলাকায় অভিযানে আসে।

এ সময় স্থানীয়রা সড়ক অবরোধ করার চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে জামায়াতকর্মী জাহাঙ্গীর আলম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ সময় আরও একজন জামায়াতকর্মী গুলিবিদ্ধ হন বলে তিনি দাবি করলেও তার নাম-ঠিকানা জানাতে পারেননি।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর