thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘পরাজিত শক্তি জাতিকে বিভক্ত করতে তৎপর’

২০১৩ ডিসেম্বর ১৬ ০৮:১৫:২৭
‘পরাজিত শক্তি জাতিকে বিভক্ত করতে তৎপর’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের রাজনৈতিক বিভক্তি সম্পর্কে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও গণপূর্তমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমাদের জাতি কখনো দ্বিধাবিভক্ত ছিল না। একাত্তরের পরাজিত শক্তি জাতিকে বিভক্ত করতে বার বার তৎপরতা চালিয়েছে।’

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এ সব কথা বলেন তিনি।

তোফায়েল বলেন, ‘এবারের বিজয় দিবস একটু ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে। ১৯৭১ সালে যারা আমাদের মা-বোনদের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছিল, ৩০ লাখ বাঙালিকে হত্যা করেছিল সেই ঘাতকদের বিচারের রায় কার্যকরের মাধম্যে এবার আমরা বিজয় দিবস উদযাপন করছি।’

তিনি বলেন, ‘বাকি যুদ্ধাপরাধীদের বিচার করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তোফায়েল বলেন, ‘বিরোধী দলের শক্তি ও সহযোগিতায় স্বাধীনতাবিরোধী চক্র সারাদেশে নাশকতা চালাচ্ছে।’ আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতিরোধে সজাগ রয়েছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরএইচ/এনডিএস/ডিসেম্বর ১৬,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর