thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

সহিংস রাজনীতির আগুনে প্রাণ গেল আজিজের

২০১৩ ডিসেম্বর ১৬ ০৮:৫৭:৫০
সহিংস রাজনীতির আগুনে প্রাণ গেল আজিজের

দ্য রিপোর্ট প্রতিবেদক : সহিংস রাজনীতির আগুনে আরেক বলি হলেন অটোরিকশাচালক আবদুল আজিজ। ১৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জীবনের কাছে হার মানলেন তিনি। সোমবার ভোর সাড়ে চারটায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

এর আগে ১৮ দলের অবরোধ চলাকালে চট্টগ্রাম জেলার হাটহাজারীর মহুরীরহাটের বটতলায় ১ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় তার সিএনজি চালিত অটোরিকশা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পিকেটাররা। এতে দগ্ধ হন আবদুল আজিজ।

পথচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে ৩ ডিসেম্বর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৪টায় বার্ন ইউনিটের আইসিইউ-তে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম জেলার হাটহাজরী থানার নাঙ্গলমোড়া গ্রামের মৃত জরিফ আলীর ছেলে আবদুল আজিজ।

ঢাকা মেডিকেল কলেজের আইসিইউয়ের প্রধান সহকারী অধ্যাপক ডা. শাহ আলম ভূঁইয়া আজিজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

(দ্য রিপোর্ট/এসএম/এএস/এমডি/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর