thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

২০১৩ ডিসেম্বর ১৬ ০৯:৩০:৪০
ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

দ্য রিপোর্ট ডেস্ক : ফিলিপাইনে মহাসড়ক থেকে একটি বাস ছিটকে একটি ভ্যানের ‍উপর পড়লে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।

রাজধানী ম্যানিলার উপকণ্ঠে প্যারানাকুই শহরে সোমবার স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় আরো সাতজনকে মারাত্মক আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের অধিকাংশই বাসযাত্রী বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ভারি বর্ষণ ও যানবাহনের আধ্যিকের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। (সূত্র: সিএনএন, বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর