thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘সংবিধান সমুন্নত রাখতেই নির্বাচন’

২০১৩ ডিসেম্বর ১৬ ১০:১০:১৪
‘সংবিধান সমুন্নত রাখতেই নির্বাচন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সংবিধান সমুন্নত রাখতেই নির্বাচন করতে হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্প্যার্ঘ অর্পণ করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, এবার বিজয় দিবসের অঙ্গীকার হউক রাজাকারমুক্ত বাংলাদেশ গড়া।

তিনি বলেন, নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা হচ্ছে। আশাকরি সমঝোতা হবে।

(দ্য রিপোর্ট/বিকে/এসবি/এমডি/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর