thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সিরিয়ায় হেলিকপ্টার বোমা হামলায় নিহত ৩৬

২০১৩ ডিসেম্বর ১৬ ১০:৪১:৫০
সিরিয়ায় হেলিকপ্টার বোমা হামলায় নিহত ৩৬

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পোতে সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে চালানো ব্যারেল বোমা হামলায় ৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের অর্ধেকই শিশু বলে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

স্থানীয় বিদ্রোহীদের তোলা ভিডিও চিত্রে দেখা গেছে, কারাম আল-বেইক জেলার একটি সংকীর্ণ রাস্তা বিমান হামলা চালানোর পর ধ্বংস্তুপে পরিণত হয়েছে।

ব্যারেল বোমা গ্যাস অথবা তেল দিয়ে তৈরি হয়। এ ধরনের বোমা সাধারণত হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা হয়। এ ধরনের বোমা হামলায় বিস্তৃত এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

একটি বিদ্যালয়ও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এদিকে, এ হামলার ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো সরকারি ও বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় বিভক্ত। সরকারি বিমানবাহিনী প্রায়ই বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে বিমান হামলা চালায়।

আলেপ্পোর বাণিজ্যিক এলাকাগুলো সরকার ও বিদ্রোহীদের সংঘাতে ধ্বংস হয়ে গেছে।

সিরিয়ায় দুইবছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। (সূত্র: বিবিসি, রয়টার্স)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর