thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিজয় দিবসে নেই নতুন অ্যালবাম

২০১৩ ডিসেম্বর ১৬ ১২:৩৪:২৬
বিজয় দিবসে নেই নতুন অ্যালবাম

মুহম্মদ আকবর : এবারের বিজয় দিবসে নেই কোন নতুন অ্যালবাম। অথচ কয়েকবছর আগেও এই দিনটিকে ঘিরে অডিও বাজার সরব থাকতো।

বিজয় দিবস উপলক্ষ্যে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এসব কর্মসূচিকে আরও বেগবান করে দেশের শিল্পীদের গাওয়া গান। তাই প্রতিবছর অডিও প্রতিষ্ঠানগুলোও বাজারে আনতো শিল্পীদের একক ও মিক্সড অ্যালবাম।

কিন্তু গত কয়েকদিন অডিও বাজার ঘুরে দেখা গেছে এ বছর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পুরনো সংকলন ছাড়া বিজয় দিবস উপলেক্ষ্যে কোন অ্যালবাম বাজারে আসেনি। এর কারণ সম্পর্কে দেশের স্বনামধন্য অডিও প্রতিষ্ঠানগুলোর সত্বাধিকারীদের নিকট জানতে চাওয়া হলে তারা জানায়, অডিও শিল্পের এমন অবস্থার জন্য একটিই কারণ আর সেটা হচ্ছে, পাইরেসি।

তারা আরো জানায়, উপযুক্ত পরিবেশে বাজারজাতকরণ ও সময়পোযোগী গানের অভাব এগুলোই কারণ।

আবার কেউ কেউ বলছে অন্য কথা। তাদের ভাষ্য, টিভি চ্যানেলগুলোয় প্রতিনিয়ত দর্শকশ্রোতাদের বিনোদনের জন্য বর্ণাঢ্য আয়োজন করে যার কারণে টাকা খরচ করে বাজার থেকে অডিও অ্যালবাম কিনে গান শোনার আগ্রহ হয়ত আর থাকে না শ্রোতাদের।

তবে এখন একটাই চাওয়া এ শিল্পকে বাঁচাতে হবে তা না হলে এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত অনেক মানুষ বেকার হয়ে যাবে।

(দ্য রিপোর্ট/এমএ/এমসি/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর