thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

যশোরে ১ হাজার বোতল ফেনসিডিলসহ আটক ৪

২০১৩ ডিসেম্বর ১৬ ১৩:৪৫:১১
যশোরে ১ হাজার বোতল ফেনসিডিলসহ আটক ৪

যশোর সংবাদদাতা : যশোরে ডিবি পুলিশ সোমবার ভোরে দুটি পৃথক স্থান থেকে একটি পিকআপসহ ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এবং ৪ জনকে আটক করে।

যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল যশোর সদরের চুড়ামনকাটি রেলক্রসিংয়ের সামনে একটি পিকআপ থামায়। এ সময় সেখান থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং যশোর সদরের বিরামপুর এলাকার আবুল হোসেনের ছেলে নূর ইসলাম ও আলাউদ্দিন শেখের ছেলে সবুজকে আটক করা হয়।’

তিনি আরো জানান, ডিবি পুলিশের আরেকটি দল মণিরামপুর থেকে দুটি ড্রামে ৪০০ বোতল ফেনসিডিলসহ সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ দিগং এলাকার জাকির হোসেনের ছেলে ইমাম হোসেন ও রফিকুল ইসলামের ছেলে মাসুদ রানাকে আটক করে।

(দ্য রিপোর্ট/জেএম/এমসি/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর