thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

চিলির নির্বাচনে মিশেল ব্যাসেলেট জয়ী

২০১৩ ডিসেম্বর ১৬ ১৩:৪৮:৩৪
চিলির নির্বাচনে মিশেল ব্যাসেলেট জয়ী

দ্য রিপোর্ট ডেস্ক : চিলির দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী দলের প্রার্থী মিশেল ব্যাসলেট দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। খবর বিবিসির।

এরই মধ্যে ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এই ৯০ শতাংশ ভোটের মধ্যে মিশেল পেয়েছেন ৬২ শতাংশ ভোট। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী মধ্য-ডানপন্থী সেবাস্তাইন পিনেরা সরকারের সাবেক শ্রমমন্ত্রী এভেলিন ম্যাথেইর পেয়েছেন ৩৮ শতাংশ ভোট।

এর আগে, প্রথম দফা নির্বাচনে মিশেল বাচেলেট ৪৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এভেলিন ম্যাথেইর পায় ২৫ শতাংশ ভোট। সরকার গঠনের জন্য তাদের প্রয়োজন ছিল ৫০ শতাংশ ভোটের। তাই নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।

মিশেল ব্যাসলেট ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে নির্বাচনী আইনের কারণে তিনি তার পদ থেকে সরে দাঁড়ান। এরপর মধ্য-ডানপন্থী সেবাস্তাইন পিনেরা সরকার গঠন করেন।

নির্বাচনের ফলাফল জানার পর মিশেল জানান, ‘নির্বাচনের ফলাফলে আমি খুশি। আমি প্রেসিডেন্ট হিসেবে চিলির সব মানুষের জন্য কাজ করতে চাই।’

বিদায়ী প্রেসিডেন্ট সেবাস্তাইন পিনেরা তাকে অভিনন্দন জানিয়ে টেলিফোন করেছেন বলেও জানান তিনি।

এছাড়া, মিশেলের প্রধান প্রতিদ্বন্দ্বি এভেলিন ম্যাথেইরও তাকে অভিনন্দন জানিয়েছেন।

রবিবারে অনুষ্ঠিত ওই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে আশা হবে হচ্ছে।

চিলিতে সাবেক স্বৈরশাসক জেনারেল আগস্টো পিনোচেটের (১৯৭৩-১৯৯০) পর মিশেল ব্যাসলেটই প্রথম দেশটিতে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দুই দফা দায়িত্ব পালন করবেন।

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর