thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

যশোরে ছাত্রলীগ আঞ্চলিক কার্যালয়ে আগুন

২০১৩ ডিসেম্বর ১৬ ১৪:৪৮:৪২
যশোরে ছাত্রলীগ আঞ্চলিক কার্যালয়ে আগুন

যশোর সংবাদদাতা : জেলার শহরতলীর শেখহাটিতে ছাত্রলীগের আঞ্চলিক কার্যালয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এতে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জেলা ছাত্রলীগের সেক্রেটারি আনোয়ার হোসেন বিপুলের দাবি, জামায়াত-শিবিরকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।

তিনি জানান, রাতে হঠাৎ আগুন দেখে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনে কার্যালয়ের ৭০ শতাংশ পুড়ে যায়। পরে তিনি বিষয়টি কোতোয়ালি থানার ওসিকে অবহিত করেন।

যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ অগ্নিকাণ্ডের সত্যতা স্বীকার করে বলেন, কে বা কারা আগুন লাগিয়েছে তা নিশ্চত হওয়া যায়নি। তবে ওই এলাকায় ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্য দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।

(দ্য রিপোর্ট/জেএম/এমএআর/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর