thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

বিজয় দিবসে বর্ণিল সাজে ঢাকা বিশ্ববিদ্যালয়

২০১৩ ডিসেম্বর ১৬ ১৫:১২:৫৩
বিজয় দিবসে বর্ণিল সাজে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নানা রঙে সাজানো হয়েছে। বিজয় দিবস পালনে ঢাবির বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। বর্ণিল সাজে সজ্জিত ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

সোমবার সকাল থেকেই টিএসসি, রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলাসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নানা বয়সের ছেলে-মেয়েদের ভীড় লক্ষা করা যাচ্ছে।অনেকে মাথায় বাংলাদেশের পতাকা পরে, লাল-সবুজের জামা পড়ে ক্যাম্পাসে ঘুরছে।

ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফীন সিদ্দিকের নেতৃত্বে ঢাবি সাংবাদিক সমিতি, সাইক্লিং ক্লাব, আমরা ব্লগার, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিভিন্ন সংগঠন বিজয় র‌্যালি বের করে। এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করছে বাণিজ্য অনুষদের শিক্ষার্থীরা।

সাংবাদিক সমিতির বিজয় র‌্যালি উদ্ভোধন শেষে ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফীন সিদ্দিক বলেন, ‘বিজয়ের মাস আমাদের মুক্তির মাস। এ মাস আমাদের স্বাধীনতার মাস।এ মাস আমাদের দেশকে সামনে এগিয়ে নেওয়ার সাহস জোগায়। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি যেন দেশ ও গণতন্ত্রের কোন ক্ষতি করতে না পারে তার জন্য তিনি সকল মানুষকে সচেতন হওয়ার আহবান জানান।’

(দ্য রিপোর্ট/জেএইচ/এমসি/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর