thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বাগেরহাটে বিজয় দিবস পালিত

২০১৩ ডিসেম্বর ১৬ ১৫:১২:৪৬
বাগেরহাটে বিজয় দিবস পালিত

বাগেরহাট সংবাদদাতা : যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি জানানোর মধ্য দিয়ে জেলায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। শহরের দশানীর শহীদ বেদীতে সোমবার সকাল সাড়ে ছয়টায় জেলা প্রশাসক মো. শুকুর আলীর পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগ, ছাত্রদল, বাগেরহাট প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান।

বাগেরহাট স্টেডিয়ামে বিজয় দিবসের কুচকাওয়াজ, শরীরচর্চা ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। স্থানীয় স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। বিকেলে প্রীতি ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(দ্য রিপোর্ট/এমকে/এসবি/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর