thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আফগানিস্তান ছাড়লো অস্ট্রেলিয়ার সেনারা

২০১৩ ডিসেম্বর ১৬ ১৫:২০:৪০
আফগানিস্তান ছাড়লো অস্ট্রেলিয়ার সেনারা

দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তান মিশনে থাকা সব যোদ্ধাকে দেশটির উরুজগান প্রদেশ থেকে প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে দেশটিতে থাকা অস্ট্রেলিয়ার প্রধান সামরিক ঘাঁটিও বন্ধ করে দেওয়া হয়েছে। খবর বিবিসির।

উরুজগান প্রদেশের তারিন কোট ঘাঁটিতে ২০০৫ সাল থেকে অবস্থান করছিল অস্ট্রেলিয়ার সেনারা। তবে ২০০১ সাল থেকেই আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়ান সেনারা।

তবে কর্তৃপক্ষ সোমবার ওই ঘাঁটি থেকে সর্বশেষ সেনাও প্রত্যাহার করে দেওয়া হয়েছে বলে ঘোষণা দিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টবি অ্যাবোট আফগানিস্তান মিশনে অংশ নেওয়া সেনাদের অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা জানি আফগানিস্তানে আমাদের সেনারা অনেক মূল্য দিয়েছেন। সেখানে আমরা হারিয়েছি ৪০ সেনাকে। মারাত্মক আহত হয়েছেন ২৬১ জন। তবে এই আত্মত্যাগ ব্যর্থ হয়নি। এক দশক আগে উরুজগান যে অবস্থায় ছিল, আজ তার চেয়ে অনেক ভালো অবস্থায় আছে।’

প্রসঙ্গত, ২০১৪ সালের মধ্যেই সব বিদেশি সেনা আফগানিস্তান ত্যাগ করবে।

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর