thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

খালেদাকে যেকোনো সময় ফোন করবেন হাসিনা : ইনু

২০১৩ অক্টোবর ২৫ ১৪:২৭:২০ ০০০০ 00 ০০ ০০:০০:০০
খালেদাকে যেকোনো সময় ফোন করবেন হাসিনা : ইনু
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো সময় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে আলোচনার আহ্বান জানাবেন।

শুক্রবার গুলশানের একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘প্রধানমন্ত্রী যেকোনো সময় সরাসরি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে আলোচনার সূত্রপাত করার আহ্বান জানাবেন।’

ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে ‘আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক’ যোগাযোগ হচ্ছে জানিয়ে জাসদ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে ‘যেকোনো দিন’ আলোচনার সূত্রপাত হতে পারে বলেই তার ধারণা।

ইনু বলেন, ‘আমাদের প্রস্তাব যদি না মানা হয়, সংলাপে যদি তারা না আসেন, আমরাই আলোচনার সূত্রপাত ঘটাব, প্রয়োজনে আদালতের শরণাপন্ন হব।’

শুক্রবার থেকে বর্তমান মহাজোট সরকার অবৈধ হয়ে গেছে বলে খালেদা জিয়া বৃহস্পতিবার যে বক্তব্য দিয়েছেন তা ‘সংবিধানবিরোধী’ বলে মন্তব্য করেন ইনু।

খালেদা জিয়াকে ওই বক্তব্য প্রত্যাহার করারও আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে সাব-রিজিওনাল ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর