thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বেলকুচিতে দোকানপাটে হামলা, লুট

২০১৩ ডিসেম্বর ১৬ ১৫:৩৩:৪২
বেলকুচিতে দোকানপাটে হামলা, লুট

সিরাজগঞ্জ সংবাদদাতা : জেলার বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজারে রবিবার রাতে সন্ত্রাসী হামলা ও দোকানপাটে গণলুটের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত আটটার দিকে ২৫/৩০ সন্ত্রাসীর একটি দল বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ী বাজারে ঢুকে বিভিন্ন দোকান পাটে হামলা চালায়। এদের মধ্যে কয়েকজন মুখোশধারী ছিল।

সন্ত্রাসীরা বাজারের রতন সাহা, নজরুল ইসলাম, সেরাজুল ইসলাম, বিমল সাহা, হাজী মার্কেটের ছয়টি দোকানসহ ১৫/১৬টি দোকানের ক্যাশবাক্স থেকে সারাদিনের বিক্রির নগদ টাকা ও অন্তত ৫০টি মোবাইল ফোন নিয়ে যমুনার চরের দিকে পালিয়ে যায়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় সোহরাব আলী মন্ডল বাদি হয়ে সোমবার দুপুরে থানায় মামলা করেছেন।

(দ্য রিপোর্ট/আরকে/এমএআর/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর