thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

কল্যাণপুরে কিশোরকে পিটিয়ে হত্যা

২০১৩ ডিসেম্বর ১৬ ১৬:১০:৩৪
কল্যাণপুরে কিশোরকে পিটিয়ে হত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ইমরান হোসেন (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, মৃত ইমরান কল্যাণপুর নতুন বাজার এলাকার ৬নং পোড়াবস্তিতে থাকতো। শনিবার কল্যাণপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এক নির্মাণাধীন ভবন থেকে কিছু টিন চুরি হয়। চুরির সন্দেহে ওই বাড়ির মালিক ও দারোয়ান রবিবার রাত ৮টার সময় পোড়াবস্তি থেকে ইমরানসহ আরো ২ জনকে ধরে নিয়ে গিয়ে মারধোর করে।

তিনি আরো জানান, অপর দুইজনকে ছেড়ে দেয়া হলেও আহত অবস্থায় ইমরানকে নির্মাণাধীন ভবনের সামনেই ফেলে রাখে। তখন দুই পথচারী ইমরানকে উদ্ধার করে তার বাসায় রেখে আসে। তারপর ইমরানের বড় বোন সালমা ও চাচাতো ভাই তাকে সোরওয়ার্দি হাসপাতালে নিয়ে যায়। সেখান ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তারা লাশ নিযে গিয়ে স্কুলের মাঠে রেখে দেয়। পুলিশ সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ এ ঘটনায় এক দারোয়ানকে আটক করেছে।

(দ্য রিপোর্ট/এস/এমসি/এমডি/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর