thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

মাদারীপুরে বিজয় দিবস পালিত

২০১৩ ডিসেম্বর ১৬ ১৬:৪১:২৮
মাদারীপুরে বিজয় দিবস পালিত

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার ভোরে পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।

সকল যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন ও রায় দ্রুত কার্যকর করার দাবি নিয়ে সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং সাড়ে ৭টায় মাদারীপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে ‘বিজয় র‌্যালি’ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে গিয়ে শেষ হয়।

সেখানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক-এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।

পরে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ ও পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম।

এখানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে জেলা প্রশাসন। কুচকাওয়াজ শেষে বর্ণাঢ্য ডিসপ্লেতে মুক্তিযুদ্ধের বিজয় গাঁথা ও যুদ্ধাপরাধীদের ন্যাক্কারজনক ভূমিকা তুলে ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিশু ও কিশোররা।

(দ্য রিপোর্ট/এসকে/এসবি/এমসি/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর