thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

মৌলভীবাজারে ঘোড় দৌড় প্রতিযোগিতা

২০১৩ ডিসেম্বর ১৬ ১৬:৫৬:০১
মৌলভীবাজারে ঘোড় দৌড় প্রতিযোগিতা

মৌলভীবাজার সংবাদদাতা : মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ১২টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রায় ৫ হাজার দর্শক এই প্রতিযোগিতা উপভোগ করেন।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মৌলভীবাজারের বেজবাড়ি স্টেডিয়ামে সোমবার দুপুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সিলেটের বিশ্বনাথ উপজেলার আশরাফ আলীর নিউ লিভারপুল বলবান ঘোড়া, গোয়াইনঘাট উপজেলার রঞ্জিত ঘোড়া, সোনার ময়না ঘোড়া, টিপু সুলতান, ব্রাহ্মণবাড়িয়ার টুনি, নবিগঞ্জের চৈতণ্যপুর গ্রামের সোহাগ ঘোড়া, সদর উপজেলার কচুয়া গ্রামের আজমউদ্দিনের স্টার ঘোড়া, মাতারকাপনের আব্দুল বারীর ঘোড়া, পৌর কাউন্সিলর মাসুদ আহমদের দুলদুল ঘোড়াসহ ১২টি ঘোড়া অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় প্রথম প্রথম হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার আশরাফ আলীর ঘোড়া নিউ লিভারপুল বলবান। দ্বিতীয় হয়েছে গোয়াইনঘাটের ঘোড়া টিপু সুলতান এবং তৃতীয় হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ঘোড়া টুনি। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় পুরস্কার ২১ ও ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং তৃতীয় পুরস্কার একটি ডিভিডি দেওয়া হয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

(দ্য রিপোর্ট/টিএফ/এসবি/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর