thereport24.com
ঢাকা, সোমবার, ২০ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১২ জিলকদ  1445

ছাত্রদল-শিবিরের হাতাহাতি

২০১৩ অক্টোবর ২৫ ১৫:১৭:৫৮ ০০০০ 00 ০০ ০০:০০:০০
ছাত্রদল-শিবিরের হাতাহাতি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : মঞ্চের সামনের জায়গা দখল নিয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ১৮ দলের মহাসমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে।

বিএনপির সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া এ সময় বক্তব্য রাখছিলেন। পরে বিএনপি ও জামায়াতের সিনিয়র নেতারা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আবুল খায়ের তার বক্তৃতায় বলেন, রেডিও-টিভির মাধ্যমে এইমাত্র আমরা জানতে পারলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকট নিরসনে টেলিফোনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলবেন। প্রধানমন্ত্রীর টেলিফোন করা পর্যন্ত সরকারকে আমরা সময় দিলাম। এরপর খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পতনে আমরা কঠোর আন্দোলনে যাবো।

এর আগে, বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে্ সমাবেশস্থলে জড়ো হতে থাকেন ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা। এ সময় সেখানে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোর থেকে তারা সমাবেশস্থলের আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা মঞ্চের সামনের জায়গা নিজেদের অধিকারে নেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ দলীয় জোটের নেতারা সমাবেশে বক্তৃতা করছিলেন।

(দিরিপোর্ট২৪/শুভ/এমএআর/ এমডি/ অক্টোবর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর