thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘মুক্তিযোদ্ধাদের সত্যিকার সম্মান দিয়েছে হাসিনা’

২০১৩ ডিসেম্বর ১৬ ১৮:০৭:৩৪
‘মুক্তিযোদ্ধাদের সত্যিকার সম্মান দিয়েছে হাসিনা’

শেরপুর সংবাদদাতা : ‘এ দেশের মুক্তিযোদ্ধাদের সত্যিকার সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ রোববার রাতে নকলা উপজেলার মুক্তমঞ্চে এক সমাবেশে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের পরবর্তী বংশধরদের জন্য চাকুরীর নিশ্চয়তা দেওয়া হয়েছে। এজন্য সংসদে আইন পাশ করা হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই এটা সম্ভব হয়েছে। অন্য কোন নেতার পক্ষে এ কাজটি করা কোনমতেই সম্ভব হতো না।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানির সভাপতিত্বে সমাবেশে উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বুরহান উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম উকিল, মোকছেদুর রহমান লেবু, শফিকুল ইসলাম জিন্নাহ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ফেরদৌস রহমান জুয়েল, হাফিজুর রহমান লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

মন্ত্রী মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা হাতে অস্ত্র তুলে নিয়ে দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা এনেছিলেন। আরেকটি বার নতুন প্রজন্মকে নিয়ে দালালদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবারের যুদ্ধ শেষ যুদ্ধ । এ যুদ্ধেও আমরা বিজয়ী হবো।’

(দ্য রিপোর্ট/এসএম/এমসি/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর